gramerkagoj
শনিবার ● ৪ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
প্রকাশ : মঙ্গলবার, ২৩ এপ্রিল , ২০২৪, ০৪:৫৪:০০ পিএম , আপডেট : বুধবার, ১ মে , ২০২৪, ০৩:১৯:৩৪ পিএম
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
GK_2024-04-23_6627831d3c9ec.jpg

তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গাসহ সারাদেশ। পুড়ছে মাছের ফসল। গরমের তীব্রতায় মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তীব্র এই গরম থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে পানাহ চেয়ে চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন ফুটবল মাঠে সকাল সাড়ে ১০টায় ইসতিসকার নামাজ আদায় করেছেন এলাকাবাসী। চুয়াডাঙ্গা জেলা সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের উদ্যোগে এ নামাজে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ইস্তিস্কার নামাজে ইমামতি করেন মাওলানা নুরুদ্দীন। নামাজ শেষে দেশের ওপর দিয়ে বয়ে চলা তীব্র দাবদাহ থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া হয়।
নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা বশির আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা ও তত্ত্বাবধান করেন ওলামা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহা. শফিকুল ইসলাম ও মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।
এদিকে তীব্র গরমের মধ্যে গতকালও সর্বোচ্চ তাপমাত্রা যৌথভাবে চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে এই তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে।

আরও খবর

🔝