gramerkagoj
শনিবার ● ৪ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বাগমারায় হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু
প্রকাশ : মঙ্গলবার, ২৩ এপ্রিল , ২০২৪, ০২:৫৬:০০ পিএম
হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো:
GK_2024-04-23_66276ee3d6c95.jpg

রাজশাহী জেলার বাগমারায় ভুট্টা খেতে কাজ করার সময় হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ঔই কৃষকের নাম মন্টু হোসেন (৪৫)। সোমবার দুপুরে (২২ এপ্রিল) ভুট্টা খেতে কাজ করার সময় তার মৃত্যু হয়। তিনি উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামের মোশলেম আলীর ছেলে।
নিহতের স্ত্রী সাজেদা বেগম জানান, সোমবার সকালে বাড়ির অদূরে ভুট্টাখেতে কাজ করার করার জন্য বের হন মুন্টু হোসেন। বেলা সাড়ে ১২টার দিকে স্ত্রী ভুট্টা খেতে কাজ করা স্বামীর জন্য জগ ভর্তি পানি নিয়ে আসেন। তিনি স্বামীকে খেতের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের সহায়তায় অটোভ্যানে করে দ্রুত নিকটবর্তী ভবানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক চিকিৎসক ডাঃ আবদুল বারী জানান, কৃষককে মৃত অবস্থায় আনা হয়েছিল। স্বজনদের সঙ্গে কথা বলে ও লক্ষণ শুনে মনে হয়েছে হিটস্ট্রোকেই তিনি মারা গেছেন।
রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক জানান, পরিবারের দেয়া তথ্যমতে তার কোনো রোগ-বালাই ছিল না। দুপুর রোদে ভুট্টা খেতে কাজ করা অবস্থায় তিনি মারা গেছেন। সে কারণে আমরা ধারণা করছি তিনি হিট স্ট্রোকেই মারা গেছেন।

আরও খবর

🔝