gramerkagoj
শনিবার ● ৪ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ দেশব্যাপী তীব্র তাপপ্রবাহ

পুলিশ সদস্যদের প্রতি ১১ নির্দেশনা
প্রকাশ : মঙ্গলবার, ২৩ এপ্রিল , ২০২৪, ১১:২৫:০০ এ এম , আপডেট : শনিবার, ৪ মে , ২০২৪, ১২:২৩:১২ এ এম
ঢাকা অফিস:
GK_2024-04-23_66274d9ba5638.jpg

দেশের তীব্র তাপপ্রবাহ কাহিল জনজীবন। মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হচ্ছে না। এরমধ্যে মানুষের নিরাপত্তা দিতে ও আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে কাজ করছে পুলিশ সদস্যরা। তীব্র তাপপ্রবাহে হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে এবং পুলিশ সদস্যদের সুস্থ থাকতে পুলিশ হেডকোয়ার্টার্স ১১টি নির্দেশনা প্রদান করেছে।
নির্দেশনাগুলো হলো:
১. বাইরে দায়িত্ব পালনের সময় ছাতা, ক্যাপ এবং সানগ্লাস ব্যবহার নিশ্চিত করতে হবে।
২. পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ ও স্বাভাবিক তাপমাত্রার পানি ধীরে ধীরে পান করতে হবে এবং ঠান্ডা পানি (বরফসহ/ফ্রিজের পানি) পান পরিহার করতে হবে।
৩. স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে এবং বাসি, খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
৪. পুলিশ মেস এবং ক্যান্টিনে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করতে হবে।
৫. বাইরে থেকে ঘরে ফিরে আধাঘণ্টা পর/দেহের তাপমাত্রা স্বাভাবিক হওয়ার পর হাতমুখ ধৌত বা গোসল করতে হবে।
৬. জুস বা এ জাতীয় পানীয় পরিহার করতে হবে।
৭. স্বাভাবিক শরবত, ডাব বা লবণ পানি পান করা যেতে পারে যদি তা অন্য কোনো কারণে নিষিদ্ধ না হয়ে থাকে।
৮. অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ মোতাবেক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৯. অফিস ও আবাসন/ব্যারাকের দরজা-জানালা যথাসম্ভব খোলা রাখতে হবে।
১০. ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে পুলিশ সদস্যদের তাপপ্রবাহ চলাকালে সুস্থ থাকার বিষয়টি তদারকির ব্যবস্থা করতে হবে।
১১. তীব্র তাপপ্রবাহে সুস্থ থাকতে এবং হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় সম্পর্কে নিয়মিত রোলকলে এবং অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় পুলিশ সদস্যদের অবহিতকরণসহ সচেতন করতে হবে।
দেশব্যাপী তাপপ্রবাহের এ পরিস্থিতি যতদিন চলবে, পরবর্তী নিদের্শনা না দেয়া পর্যন্ত দেশের সকল পুলিশ সদস্যদের এগুলো মেনে চলতে হবে।

আরও খবর

🔝