gramerkagoj
শুক্রবার ● ৩ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন কাতারের আমির
প্রকাশ : মঙ্গলবার, ২৩ এপ্রিল , ২০২৪, ১২:০৭:০০ পিএম , আপডেট : শুক্রবার, ৩ মে , ২০২৪, ০৪:১৫:৩৬ পিএম
ঢাকা অফিস:
GK_2024-04-23_66274cd49e37e.jpg

ঢাকায় দুদিনের সফরে আসা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সোয়া ১০টার পর রাজধানীর তেঁজগাওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে এই বৈঠক শুরু হয়।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে কাতার আমির কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী। এরপর কার্যালয়ের শিমুল হলে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই নেতা।
জানা গেছে, বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের গ্লোব হলে ফটোসেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে দুদেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী ও আমির।
দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুদেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের সফরে সোমবার বিকালে ঢাকায় এসেছেন কাতারের আমির। বিকাল পাঁচটায় সফরসঙ্গীদের নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নতুন সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটিই প্রথম উচ্চপর্যায়ের সফর।
আমিরের ঢাকা সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। বিমানবন্দরে তাকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়েছে। আমিরকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। বিমানবন্দরে আমিরের অবতরণের সময় ২১বার তোপধ্বনি করা হয়।
বঙ্গবন্ধুর সরকারকালীন ১৯৭৪ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া অন্যতম মুসলিম রাষ্ট্র কাতার। প্রধানমন্ত্রীর বিগত ২০২৩ সালের মার্চ ও মে মাসে দুবার কাতার সফরের মাধ্যমে উভয় দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় অবস্থানে উপনীত হয়েছে। এরই ধারাবাহিকতায় কাতারের আমিরের এ সফর।

আরও খবর

🔝