gramerkagoj
শনিবার ● ৪ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
আলোচিত শাহীন আজাদ গ্রেপ্তার
প্রকাশ : সোমবার, ২২ এপ্রিল , ২০২৪, ০৯:৪৬:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-04-22_6626867672d23.jpg

যশোর শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্কের আলোচিত শাহীন আজাদকে গ্রেপ্তার করেছে অভয়নগর থানা পুলিশ। শাহীন আজাদ অভয়নগরের রাজঘাট এলাকার আব্দুল আজিজের ছেলে।
আদালত সূত্র জানায়, শাহীন আজাদ একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ ৫ম আদলতের বিচারক তাকে সাজা প্রদান করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দির্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। অভয়নগর থানায় তার বিরুদ্ধে পরোয়ানা আসলে রোববার পুলিশ তাকে গ্রেপ্তার করে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
সূত্র জানায়, যশোর শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্কের শুরুতেই তিনি ওয়ান ইয়ার নামের একটি প্রতিষ্ঠানে ছিলেন। পরবর্তীতে ইনভেস্টর অ্যাসোসিয়েশনের আহ্বায়ক করা হয় তাকে। কিন্তু প্রতারণার দায়ে তিনি পদ হারান। নানা অভিযোগে এক পর্যায় তিনি আইটি পার্ক ছাড়া হন। এরপর থেকেই তিনি আইটি পার্কের নাম ব্যবহার করে নানা প্রতারণার সাথে যুক্ত ছিলেন।
এদিকে, অপর একটি সূত্র জানায়, ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে ঢাকায় তার বিরুদ্ধে একটি মামলা হয়। এছাড়া চেক ডিজঅনার মামলাও রয়েছে আজাদের বিরুদ্ধে। এসবের কোনো একটি মামলায় সাজা হয় আজাদের। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও খবর

🔝