gramerkagoj
শনিবার ● ৪ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
গরমের মদ্দি গরম খবর!
প্রকাশ : শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ১০:৩৪:০০ পিএম
আক্কেল চাচা:
GK_2024-04-20_6623eec2d4a5d.jpg

আগেই কইলাম রাজনীতিতি যিরাম শেষ বিলে কিচু নেই, সিরাম গরমে সব্বোচ্চ তাপ বিলেও কোন কতা নেই। শুনতি পালাম কাল দেশের সিরা তাপ ছিল যশোরে। হ্যাতোদিন যে রিকাড চুয়াডাঙ্গা বইয়ে নিয়ে বেড়াচ্চিলো, কাল তা আমরা তিন পয়েনে পাছোয় ফেলায়চি।
আবহাওয়া অপিসির দিয়া ভাইস্য মতে কাল যশোরে সারাদেশের মদ্দি সব্বোচ্চ তাপ ছিল ৪২ পয়েন ৬ ডিগ্রি। আর চুয়াডাঙ্গায় ছিল ৪২ পয়েন ৩ ডিগ্রি। গরম নিয়ে টুয়াপাচা কত্তি কত্তি পালাম আরাক গরম খবর। উপজিলা পরিষদ ভোটের ৩ নং ধাপের তপশীল ঘোষনা কইরেচে নিব্বাচন কমিশন। এই ধাপে আমাগের যশোর জিলার সদর উপজিলা রইয়েচে। তার সাতে আচে বাঘারপাড়া আর অভয় নগরও। এই তিনডে উপজিলার ভোট ব্যালট পিপারে হবে না, ভোট হবে মেশিনি। ঘোষনা করা তপশীল মতে, ৩নং ধাপের ভোটের মনোনয়ন পত্তর জমা দিয়ার শেষ দিন ২রা মে। মনোনয়ন পত্তর জমা দিতি হবে অনলাইনি। মনোনয়নপত্তর যাচাই-বাছাই করা হবে ৫ মে পন্তিক। মনোনয়ন পত্তর বাইচে খুইটে যে গুলো বাদ পড়বে তার বিরুদ্দে আপিল করা যাবে ৬-৮ মে পন্তিক। আপিল নিষ্পত্তির সুমায় বাইন্দে দিয়া হইয়েচে ৯-১১ মে। কেউ যদি হাপন ইচ্চেয় ভোটেত্তে কাইজে যাতি চায় তালি সিডার শেষ তারিক ১২ মে। ভোটের মাটে যারা ডিসকলি বাদে টিকে থাকপে তাইগের মদ্দি পতিক বরাদ্দ ১৩ মে আর ভোট নিয়া হবে ২৯ মে।
নিব্বাচন কমিশন সূত্র কইয়েচে, চিয়ারম্যান, সাধারণ ভাইস চিয়ারম্যান আর সংরক্ষিত মহিলা ভাইস চিয়ারম্যান পদে ভোট হবে এসব উপজিলায়। ৩নং ধাপে ৯ডা জেলার ১২২ টে উপজিলার ভোট হবে ২৯ মে। এরমদ্দি ২১ টে উপজিলায় ভোট হবে মেশিনি আর বাকি ৯১ ডে উপজিলার ভোট হবে কাগজের ব্যালটে। ৩ নং ধাপে ১১২ টে উপজিলা পরিষদের ঘোষনা দিয়া তপশীলির মদ্দি খুলনা বিভাগের যশোর জেলার সদর, অভয়নগর আর বাঘারপাড়ায় ভোট হবে মেশিনি। বাগেরহাট জিলার শরণখুলা, মোড়োলগঞ্জ ও মুংলা, খুলনা জিলার কয়রা, পাইকগাছা ও ডুমুরে, সাতক্ষীরে জিলার কলারুয়া ও সদরের ভোট হবে কাগজের ব্যালট পিপারে।
আমাগের যশোর সদর উপজিলায় এবার কড়া ভোট হবে বিলে সবার আগাম ধারনা। ভোটের মাটে যাইগের নাম শুনা যাচ্চে সব তোকড় পেলেয়ার। দলের মার্কা না থাকায় মনে হচ্চে হাড্ডাহাড্ডি লড়াই হবেনে। তেবে শেষ হাসিডা কিডা হাসপে সিডা জানা যাবে ২৯ মে সন্দেয়।
ঐ যে শুরুতিই কইলাম রাজনীতিতি শেষ বিলে কিচু নেই। তাই ভোটের ফলও কেউ আগাম কতি পারবে না। আলাম কনে, মলাম যে!
ইতি-
অভাগা আক্কেল চাচা

আরও খবর

🔝