gramerkagoj
শনিবার ● ৪ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মোহামেডানের জয় দু’হালি গোলে
প্রকাশ : শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৭:২৩:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-04-20_6623c231a23c3.jpg

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের জালে আটটি গোল করেছে মোহামেডান। একাই পাঁচটি গোল করেছেন দলের অধিনায়ক সুলেমান দিয়াবাতে। এছাড়া ইমন, জুয়েল মিয়া ও এমানুয়েল টনি করেছেন একটি করে গোল।
চলতি লিগে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়। এই জয়ে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। এই ম্যাচের পর লিগের গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এলেন দিয়াবাতে। বর্তমানে তার গোল ১৩টি।
ম্যাচের ৩৪ মিনিটে লিড নেয় মোহামেডান। মোজাফফরভের থ্রু পাস ছোট বক্সের সামনে থেকে দারুণ শটে জালে জড়িয়ে দেন ইমন। এরপর দিয়াবাতের গোলোৎসব শুরু। প্রথমার্ধের শেষ দিকে এমানুয়েল সানডের আড়াআড়ি ক্রসে গোলমুখ থেকে প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াবাতে। যোগ করা সময়ে তিন ডিফেন্ডারের প্রতিরোধ গুঁড়িয়ে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে দৃষ্টিনন্দন গোলটি করেন দিয়াবাতে।
৬৮ মিনিটে বাম দিক দিয়ে আক্রমণে ওঠা জাফর ইকবালের আড়াআড়ি ক্রসে গোলমুখ থেকে ডাইভিং হেডে দিয়াবাতে পূরণ করেন হ্যাট্রিক। চার মিনিট পর আবারও দিয়াবাতের জাদু। এবার বাম দিক দিয়ে বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে এগিয়ে আসা গোলকিপারকে পরাস্ত করেন তিনি। মোহামেডানও ছুটতে থাকে বড় জয়ের পথে।
ইমনের বদলি নামার দু’মিনিট পর, ৭৫ মিনিটে গোলের খাতায় নাম তোলেন জুয়েল মিয়া। বক্সের কোণা থেকে বাম পায়ের নিখুঁত কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। ৮৭ মিনিটে এমানুয়েল টনির লক্ষ্যভেদের পর সতীর্থের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে আগুয়ার গোররক্ষককে কাটিয়ে স্কোরলাইন ৮-০ করেন দিয়াবাতে।
চলতি লিগে মোহামেডানই এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল। অন্যদিকে ব্রাদার্সই একমাত্র দল, যারা জয় পায়নি এখনও।

আরও খবর

🔝