gramerkagoj
বুধবার ● ১ মে ২০২৪ ১৮ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মথুরাপুরে জমি নিয়ে বিরোধে এবার পাল্টা মামলা
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল , ২০২৪, ০৯:৩৯:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-04-18_66213eed849ee.jpg

যশোর সদর উপজেলার মথুরাপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় পাল্টা মামলা হয়েছে। ওই গ্রামের ইমামুল ওরফে এনামুলের মামলার পর এবার এনামুলের পরিবারের ১২জনের নাম উল্লেখ করে পাল্টা মামলা করেছেন গ্রামের আব্দুর রশিদ।
আসামিরা হলেন মথুরাপুর গ্রামের ইয়াসিন আরাফাত, আসাদুল, শহিদুল, ওহিদুল, তহিদুল এনামুল ও তার দুই ছেলে আলমগীর হোসেন এবং জাহাঙ্গীর হোসেন, জালাল মন্ডল ও তার ছেলে রশীদুল ইসলাম, আসাদুলের স্ত্রী শাহানারা ও ছেলে মিলন।
এজাহারে আব্দুর রশিদ উল্লেখ করেছেন, আসামিদের সাথে তাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারা বিভিন্ন সময় হুমকি দিতেন। গত ১৩ এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে আসামিরা লোহার রড, বাঁশের লাঠি, দা, পাইপ, চাকু নিয়ে তার বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় তার চাচা সোহরাব হোসেন নিষেধ করায় তারা শাবল দিয়ে তার চাচাকে মারপিট করেন। সে সময় চাচাতো ভাই টুটুল, রাশেদ, অপর চাচা মানোয়ার গাজী, চাচাতো ভাই উজ্জল, জিহাদ, অপর চাচা আব্দুর মাজিদ, চাচাতো ভাই আলআমিন, ভাইপো ইমরান হোসেন ঠেকাতে গেলে তাদেরকেও মারপিটে জখম করেন।
এ ঘটনার সময় চাচি ফাইমা বেগম, বেদানা বেগম ও ভাবি মকাহফুজা ঠেকাতে গেলে তাদেরকেও মারপিটে জখম করা হয়। পরে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 

আরও খবর

🔝