gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
আজ কলাপাড়ায় দশ সহস্রাধিক মানুষের ঈদ উদযাপন
প্রকাশ : বুধবার, ১০ এপ্রিল , ২০২৪, ১০:০২:০০ এ এম , আপডেট : বুধবার, ৮ মে , ২০২৪, ১২:০৭:৩৩ পিএম
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
GK_2024-04-10_66160c57c9908.jpg

পটুয়াখালীর কলাপাড়ায় আজ বুধবার (১০ এপ্রিল) দশ সহস্রাধিক মানুষের আগাম ঈদ উদযাপিত হচ্ছে। পৌর শহর সহ উপজেলার ১২ টি ইউনিয়নে এ অনুসারীদের বসবাস। এরা উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকার মরহুম পীর শফিজ উদ্দিন বিশ্বাসের অনুসারী। এরা চাঁদ টুপি পরিধান করে বিধায় এলাকায় আগাম এ ঈদকে চান টুপিদের ঈদ বলা হয়। পৌর শহরের নাইয়াপট্রি, উপজেলার ছোনখোলা, সাফাখালী, লালুয়া, বালিয়াতলীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এদের বসবাস।
তাদের ধর্ম বিশ্বাস মতে' গর্ভাবস্থায় চাঁদের জন্ম হলেই ঈদ উৎসব পালন করা যায় কিংবা সৌদিআরবের সাথে সংগতি রেখেও এ উৎসব পালন করা হয়। এ অনুসারীরা ঈদ যেমন একদিন আগে পালন করেন তেমনি রোজা রাখতে শুরু করেন একদিন আগে থেকেই। তবে ঈদ কিংবা রোজা একদিন আগে কিংবা পরে পালন নিয়ে এলাকার মানুষের মধ্যে মত পার্থক্য থাকলেও এ নিয়ে কখনো কোন অপ্রীতিকর ঘটনা ঘটার নজির নেই।
এ ব্যাপারে ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের মো. নিজাম বিশ্বাস জানান, প্রতি বছর এ অনুসারীরা অন্যদের থেকে একদিন আগে রোজা কিংবা ঈদ উৎসব পালন করেন। তবে এ নিয়ে কখনো কোন সমস্যা হয়নি বলে তিনি উল্লেখ করেন।

আরও খবর

🔝