gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
রাস্তায় পাওয়া সাড়ে ৪ লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইক চালক

❒ যশোরে সততার অনন্য নজির

প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ১০:২৫:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-03-28_66059aa5a4c5f.png

যশোরে সততার অনন্য নজির গড়লেন ইজিবাইক চালক শেখ ইসমাইল আলী। রাস্তায় পড়ে পাওয়া চার লাখ ৪৫ হাজার টাকা তিনি মালিককে ফিরিয়ে দিলেন। বৃহস্পতিবার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফের মধ্যস্থতায় ফল ব্যবসায়ী শহিদুলকে তার হারিয়ে যাওয়া টাকা বুঝিয়ে দেয়া হয়।
কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, যশোর মণিহার চত্ত্বরে ফল ব্যবসায়ী শহিদুল ইসলাম তার নিজ বাসা বকচর থেকে প্লাস্টিকের ব্যাগে করে চার লাখ ৪৫ টাকা নিয়ে রেব হন। কিন্তু মণিহার এলাকায় রাস্তার উপরে টাকার ব্যাগটি পড়ে যায়। এ ব্যাগটি কুড়িয়ে পান ইজিবাইক চালক যশোরের রামনগর এলাকার শেখ ইসমাইল আলী।
এদিকে, টাকার ব্যাগ হারিয়ে ব্যবসায়ী শহিদুল ইসলাম কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন। একই সাথে শহরের বিভিন্ন জায়গায় মাইকিং করেন। বিষয়টি নিয়ে রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ জানান, ইজিবাইক চালক শেখ ইসমাইল আলী টাকাসহ ব্যাগ পেয়েছেন জানিয়ে আমার কাছে ফোন করেন ও নিয়ে আসেন। ইউনিয়ন পরিষদে বসে টাকার ব্যাগ খুলে গুনে দেখা যায় সেখানে চার লাখ ৩৫ হাজার টাকা আছে। আমি ঘটনাটি কোতোয়ালি থানার ওসি রাজ্জাক সাহেবকে জানাই। পরে ওসি সাহেব ইজিবাইক চালক ইসমাইল আলী ও টাকার মালিক ফল ব্যবসায়ী শহিদুল ইসলামকে থানায় যেতে বলেন। আমাদের উপস্থিতিতে রাস্তায় পড়ে পাওয়া টাকাগুলো শহিদুল ইসলামকে ফেরত দেয়া হয়। টাকা হারিয়ে আবার সেই টাকা ফেরত পেয়ে ভীষণ খুশি হন ফল ব্যবসায়ী শহিদুল ইসলাম। তিনি বলেন, সমাজে সত্যি সত্যি এখনো সৎ এবং মানবিক মানুষ আছে। তিনি এ কাজের জন্য ইজিবাইক চালককে ২০ হাজার টাকা পুরস্কার হিসেবে দেন।

 

আরও খবর

🔝