gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যুদ্ধ বন্ধ না হলে ইসরাইলী জিম্মিরা মুক্তি পাবে না : খালেদ মিশাল
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ১০:২৬:০০ এ এম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2024-03-28_6604ec2f17c4b.jpg

গাজা উপত্যকায় যতক্ষণ পর্যন্ত যুদ্ধ বন্ধ না হবে, ফিলিস্তিনিরা তাদের ঘরবাড়িতে ফিরে যেতে না পারবেন, ইসরায়েল অবরোধ তুলে না নিবে এবং গাজা থেকে সব সেনাকে প্রত্যাহার করে না নেবে ততক্ষণ তারা কোনো ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবেন না বলে জানিয়েছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের পলিটব্যুরোর সাবেক প্রধান খালেদ মিশাল।
বুধবার (২৭ মার্চ) জর্ডানে নারীদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মিশাল আরও জানান, দখলদার ইসরায়েলিদের সঙ্গে তাদের আলোচনা চলছে। তিনি বলেছেন, “ইসরায়েলি আগ্রাসন বন্ধের জন্য যে অস্ত্রের যুদ্ধ চলছে সেটির তুলনায় আলোচনার যুদ্ধ কম তীক্ষ্ণ নয়।”
হামাসের এই সাবেক শীর্ষ নেতা আরও জানিয়েছেন, পবিত্র রমজান মাস শুরু হলে হয়ত ইসরায়েলিরা গাজায় হামলার তীব্রতা বাড়িয়ে দিতে পারে।
বুধবার ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, এপ্রিলের মাঝামাঝি সময়ে অথবা মে মাসের শুরুতে রাফাহতে হামলা চালাতে পারে দখলদার ইসরায়েলি সেনারা।
যদিও রাফাহতে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলো সতর্কতা দিয়ে আসছে। তবে ইসরায়েল এসব কথায় কর্ণপাত করছে না।
সূত্র: টাইমস অব ইসরায়েল

আরও খবর

🔝