gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
জনবল সংকটে ছাত্রদের দিয়ে ট্রাম চালাচ্ছে জার্মানি
প্রকাশ : রবিবার, ২৪ মার্চ , ২০২৪, ০৫:৫৩:০০ পিএম , আপডেট : শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০৫:১৬:৪৬ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-03-24_66001616f177d.jpg

জার্মানিতে কর্মচারী সংকটে পাওয়া যাচ্ছে না যানবাহন চালানোর লোক। সংকট কাটাতে একটি ট্রাম কোম্পানি বাধ্য হয়ে ট্রাম চালক হিসেবে ছাত্রদের নিয়োগ দিচ্ছে।

ন্যুরেমবার্গ শহরের সিটি সার্ভিস ভিএজি প্রতিবছর ১৬০ জন নতুন মেট্রো, ট্রাম এবং বাস চালক নিয়োগ দেয়। কিন্তু তাদের এই লক্ষ্যমাত্রা এ বছর পূরণ হচ্ছিল না। ফলে তারা বিজ্ঞাপন দেয়, ট্রামচালক হিসেবে পার্ট-টাইম চাকরি করতে পারবে ছাত্ররাও।

ইউরোপের বিভিন্ন দেশের মতো জার্মানিতেও বর্তমানে চলছে কর্মচারী সংকট। এর প্রভাবে দেশটিতে পাওয়া যাচ্ছে না যানবাহন চালানোর লোক। সংকট কাটাতে একটি ট্রাম কোম্পানি বাধ্য হয়ে ট্রাম চালক হিসেবে ছাত্রদের নিয়োগ দিচ্ছে।

ন্যুরেমবার্গ শহরের সিটি সার্ভিস ভিএজি প্রতিবছর ১৬০ জন নতুন মেট্রো, ট্রাম এবং বাস চালক নিয়োগ দেয়। কিন্তু তাদের এই লক্ষ্যমাত্রা এ বছর পূরণ হচ্ছিল না। ফলে তারা বিজ্ঞাপন দেয়, ট্রামচালক হিসেবে পার্ট-টাইম চাকরি করতে পারবে ছাত্ররাও।

সূত্র : এএফপি

আরও খবর

🔝