gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ উপজেলা পরিষদ নির্বাচন

কলাপাড়ায়সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু
প্রকাশ : মঙ্গলবার, ১৯ মার্চ , ২০২৪, ০৪:২৯:০০ পিএম
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা:
GK_2024-03-19_65f95aa72614f.jpg

জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি জানার পরই সরব হয়েছেন পটুয়াখালীর কলাপাড়ায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা কেউ কেউ গণসংযোগ শুরু করেছেন। কেউ কেউ তফসিল ঘোষণার অপেক্ষায় রয়েছেন। এবার আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সুযোগে দলটি থেকে একাধিক নেতার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে। নিজের প্রার্থীতা জানান দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছেন কেউ কেউ আবার কারো পক্ষে ফেসবুকে ছবি পোষ্ট করে দোয়া চাইছেন তার কর্মী, সমর্থকরা, কেউ পোষ্টার ছাপিয়ে দোয়া চাইছেন। এছাড়া শহর ও গ্রামের হাট- বাজারে গিয়ে ভোটারদের সাথে হাত মিলিয়ে, আলিঙ্গন করে দোয়া চাইছেন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীরা। ভোটাররাও এবার স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় প্রতীক ও সমর্থন না থাকায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী দলীয় সমর্থন পেতে লবিং, ততবির শুরু হয়েছে।
অংশগ্রহন কারীদের মধ্যে ইচ্ছুক প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দোয়া চাইছেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, জেলা কৃষক লীগ নেতা ও সাবেক টিয়াখালী ইউপি চেয়ারম্যান সৈয়দ আকতারুজ্জামান কোক্কা, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগ, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শাহিনা পারিভিন সীমা। ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, দপ্তর সম্পাদক মো. ইউসুফ আলী, শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক ফয়জুর রহমান আশিক তালুকদার, আওয়ামী লীগ নেতা মো. নিজাম উদ্দিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনেচ্ছুক প্রার্থীদের তালিকায় রয়েছেন উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা উম্মে তামিমা বিথী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা রোজিনা আখতার, মহিলা আওয়ামী লীগের নেত্রী সালমা বেগম ও মলি বেগম।
যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগ বলেন, আমি উপজেলা পরিষদে নির্বাচিত হতে পারলে উপজেলা পরিষদকে স্মাট উপজেলা পরিষদ হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩১ মার্চ কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের মার্চ মাসে এ উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। উপজেলার ১২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার ভোট সংখ্যা ২ লাখ ১ হাজার ১৯৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ৪৩, মহিলা ভোটার ৯৯ হাজার ১৪৯।

আরও খবর

🔝