gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পত্নীতলায় খুচরা দোকানে সরকারি চাল!
প্রকাশ : শুক্রবার, ১৫ মার্চ , ২০২৪, ১১:২৩:০০ এ এম , আপডেট : বৃহস্পতিবার, ৯ মে , ২০২৪, ০৪:৩২:১৮ পিএম
রবিউল ইসলাম, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
GK_2024-03-15_65f3d76e591d6.jpg

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌর শহরের নতুনহাট বাজারে সৌখিন ট্রেডার্স এর মালিক ছানোয়ার হোসেন এর খুচরা চালের দোকানে ১১ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩০ কেজি চাল মজুদ করে রাখার অভিযোগ উঠেছে।
সরেজমিনে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে গিয়ে দেখা যায়, দোকান ঘরে সারিবদ্ধ করে রাখা আছে ১১বস্তা চাল। বস্তার উপরে লেখা আছে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান। বিষয়টি তাৎক্ষনিকভাবে উপজেলা নিবার্হী অফিসারকে জানানো হলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেন নি।
নতুনহাট এলাকার স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম, সাগর হোসেনসহ কয়েকজন বলেন, এখানে বেশ কয়েকজন ব্যবসায়ী আছে যারা নিয়মিত সরকারি চাল গোপনে কিনে বস্তা পাল্টিয়ে বিক্রি করে থাকে। কম দামে কিনে বেশি দামে বিক্রি করায় তাদের এক ধরনের মূল ব্যবসা।
কথা হলে দোকান মালিক ছানোয়ার হোসেন বলেন, আমি তো জানিনা এগুলো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল। যা দোকানে কিনে রাখা যাবে না। একজন গ্রাম পুলিশ, বিজিবি সদস্য ও ফায়ার সার্ভিস এর কর্মী চাল আমার কাছে বিক্রি করেছে। তাই দোকানে রেখেছি। তারা এগুলো সম্ভবত সরকারিভাবে রেশন হিসেবে পায়। এর বেশি কিছু বলতে পারবো না।
বিষয়টি নিয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মোছা: পপি খাতুনকে দ্বিতীয় বারের মত রাত ৮টার দিকে ফোন করা হলে তিনি বলেন, সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

🔝