gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
এবার চলন্ত ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন
প্রকাশ : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি , ২০২৪, ০৮:৫১:০০ পিএম , আপডেট : বৃহস্পতিবার, ৯ মে , ২০২৪, ১২:০৩:২৪ পিএম
ঢাকা অফিস:
GK_2024-02-20_65d4bca29e4a4.jpg

এবার চলন্ত ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১ টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের গফরগাঁও-আওলিয়া নগরের বালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
নাজমুল হক বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি পথিমধ্যে গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় আসতেই পেছনর তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল দু’ঘন্টা বন্ধ হয়ে যায়। নাজমুল হক খান আরও বলেন, কিছুক্ষণের মাঝেই ওই ট্রেনের সাথে পিছনের তিনটি বগি জোড়া লাগিয়ে রওনা হয়। এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এর আগে গত বছরের অক্টোবরে নাটোরের নলডাঙ্গায় একটি চলন্ত মালগাড়ি ট্রেনের পেছনের কয়েকটি বগি খুলে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এতে ট্রেনে কোন মালামাল ছিল না বলে কোন ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানায়, ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর ট্রেন থেকে বগি খুলে যায়। তখন ওই স্থানে উৎসুক জনতার ভিড় জমে এবং রেল গেটের দুই পাশে কিছু যানবাহন আটকা পড়ে যায়। পরবর্তীতে ট্রেনটি পুনরায় মাধনগর স্টেশনে আনা হয়।
মাধনগর রেলস্টেশনের স্টেশন মাস্টার মমিন ইসলাম বলেন, ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশনে থেকে ছেড়ে যাওয়ার পর মাধনগর রেলস্টেশনের দক্ষিণের ২৪৩ নম্বর ব্রিজের কাছে বগি খুলে যায়। পরে ট্রেনটি মাধনগর স্টেশনে আনা হয় এবং অন্যান্য কাজ করে পুনরায় পাঠানো হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও খবর

🔝