gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ক মতবিনিময়
প্রকাশ : সোমবার, ১৯ ফেব্রুয়ারি , ২০২৪, ০৯:৪৯:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-02-19_65d37b68e0c8e.jpg

যশোরে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে সোমবার বেলা ১১টায় কালেক্টরেট সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। সভাপতিত্ব করেন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন।
জেলা প্রশাসক মোহাম্মদ আবারউল হাছান মজুমদার বলেন, স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশেরই রূপান্তর। নাগরিকের জীবনঘনিষ্ট সেবা সহজীকরণের মাধ্যমে নির্মিত হবে স্মার্ট বাংলাদেশ। যশোরকে স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলতে দরকার নানা উদ্ভাবনী আইডিয়া। যা বাস্তবায়ন করবে জেলা প্রশাসন। এজন্য তিনি সবার কাছে আইডিয়া দিয়ে সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক ডক্টর সুশান্ত কুমার তরফদার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ^াস। সভা সঞ্চালনা করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম।
মুক্ত আলোচনায় অংশ নেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, আঞ্চলিক পাসপোর্ট অফিস যশোরের উপ-পরিচালক মধুসূদন সরকার, যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিচালক আরিফুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আরফিন, বন বিভাগের সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল, বিটিভি যশোর জেলা প্রতিনিধি ওহাবুজ্জামান ঝন্টু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচআর তুহিন, সাংবাদিক মনিরুল ইসলাম, হাবিবুর রহমান মিলন, প্রণব দাস এবং ইন্দ্রজিৎ রায়।
অনুষ্ঠানে সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান, রমজান আলীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশীজনরা উপস্থিত ছিলেন।

 

আরও খবর

🔝