gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বরিশালে ১০ কোটি ৮ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ
প্রকাশ : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি , ২০২৪, ০৪:০৭:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-02-09_65c5f253c0152.jpg

বরিশালে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে দেশে আসা প্রায় ১০ কোটি ৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি কাপড় জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে বরিশাল সদর উপজেলাধীন দপদপিয়া এলাকায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে এসব কাপড় জব্দ করা হয়। তবে পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন বরিশাল কর্তৃক স্টেশন কমান্ডার লে. আকতার হোসেন এর নেতৃত্বে গত ৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক রাত সাড়ে তিনটার দিকে বরিশাল জেলার সদর উপজেলাধীন দপদপিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় পটুয়াখালী হতে ঢাকা গামী ২ টি ট্রাককে সন্দেহজনক মনে হলে তল্লাশির জন্য থামার সংকেত দেওয়া হয়। কিন্তু ট্রাক দুটির চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
অতঃপর কোস্ট গার্ডের দল ট্রাক দুটিকে ধাওয়া করলে ট্রাক চালকেরা দপদপিয়া এলাকা সংলগ্ন টোল প্লাজায় ট্রাক ২ টি রেখে কৌশলে পালিয়ে যায়। ফলশ্রুতিতে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ২ টি ট্রাক জব্দ করে তাতে তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা ১০ হাজার ৫৮ পিস শাড়ি, ৩৩২ পিস থান কাপড়, ৭৫৬ পিস থ্রি পিসসহ সর্বমোট ১১, হাজার ১৪৬ পিস ভারতীয় কাপড় ও ১২০ মণ ধান জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য টাকা দশ কোটি আট লক্ষ আটত্রিশ হাজার পাঁচশত টাকা
তিনি আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ট্রাক এবং ভারতীয় কাপড় বরিশাল সদর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

আরও খবর

🔝