gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নওগাঁয় বয়লার ও অটো সার্টার শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবিতে শ্রমিক সমাবেশ
প্রকাশ : সোমবার, ২৯ আগস্ট , ২০২২, ০৩:৪৫:০১ পিএম
মোফাজ্জল হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি::
1661766316.jpg
“সকল শ্রমিকদের সংকট সমাধানে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন, আর নয় কোন বঞ্চনা আর নয় কোন শ্রমিকের প্রতি লাঞ্ছনা” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁয় ধানের বয়লার ও অটো সার্টার শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আজ সোমবার বেলা সাড়ে এগারোটায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারে নওগাঁ জেলা ধান্য বয়লার ও অটো সার্টার শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, ধান্য বয়লার ও অটো সার্টার শ্রমিকগণ দিনে ১০ থেকে ১২ ঘন্টা কাজ করে দুই টাকা মন দরে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা মজুরি পান। আবার কোন কোন সময় দিনে ৪০ থেকে ৫০ টাকা মজুরি নিয়েও সন্তুষ্ট থাকতে হয় তাদের, যা দিয়ে তাদের সংসার চালানো অত্যন্ত কষ্টসাধ্য। শ্রমিকরা তাদের দৈনিক মজুরি নির্দিষ্ট করা নেই বলেও দাবি করেন সমাবেশে। এসময় বক্তারা আরও বলেন শ্রমিকদের বাদ রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা একেবারেই অসম্ভব। তাই দ্রুত মজুরি বৈষম্য দূর করে শ্রমিকদের একটি সম্মানজনক মজুরি নির্ধারন করতে সরকারের সুদৃষ্টি কামনা করেন। নওগাঁ জেলা ধান্য বয়লার ও অটো সার্টার শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ মোজাফফর হোসেন এর সভাপতিত্বে ও সম্পাদক রেজাউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য মহাসিন রেজাসহ অন্যান্য শ্রমিকগণ।

আরও খবর

🔝