gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
খাইসলোত যায় না মলি!
প্রকাশ : শুক্রবার, ১৯ আগস্ট , ২০২২, ০৯:৪৫:৪১ পিএম
:
1633708395.jpg
আমাগের এলেকায় এক মিঞা সাহেব ছিলেন। বয়েস তার পিরায় আশির বেশি ছাড়া কম হবে না। কিন্তুক সিন্দুরে পাকা আমের মত গা’র রং আর ডাটো বিলে বয়েস সিরাম বুঝা যাইতো না। তেবে মিঞা সাহেব কলি যতজন না চিনতো যার বদলি কাজানো বুড়ো কলি টকাস কইরে স¹লি চিনে ফেইলতো। কারন এট্টাই, মুক কাজানোয় দশগিরামে তার সাতে কেউ পাইত্তো বিলে মনে হয় না।মিঞা সাহেবের ছাবাল মাইয়ে বড় হইয়েচে, বড় জাগায় বিয়ে শাদী হইয়েছে। নামি দামি কুটুম সাক্কেত হইয়েচে, একনো যদি তারে কাজানো বুড়ো কইয়ে ডাকে তালি কিরামডা লাগে! ছাবাল মাইয়ে বৌমা জামোই বিলে চাপনিতি বাড়ির মদ্দি এট্টা মিটিং কইরে সিদ্দান্ত নেলে, এনি হাউ, যে কোন মূল্যেয় মুরুব্বীরে হজে পাটাবে। যাতে হজ কইরে ফিরে আসলি স¹লি তারে হাজি সাহেব কইয়ে ডাকে। তাতে যদি বইদরাম মোচন হয়। সবাই যে যার মতো কইরে টাকা কড়ি এক জাগায় কইরে, পাসপোট বানায়ে ভিসা কইরে মুরুব্বীরা হজে পাটানোর এন্তেজাম সারা কইরে ফেললো। অগ্যতা মুরুব্বী চইলে গেলেন হজে। মাস খানেকের মদ্দি হজ কইরে আবার দেশে ফিরে আসলেন সহি সালামতে। ছাবাল মাইয়েগের উছোই আনন্দ দেকে কিডা। ছাবাল মাইয়ে বৌমা জামোই পুতা পুতনি নাতি নাতনি স¹লির এক জাগায় জড়ো হইয়েচে। তাইগে কুটুম সাক্কেত স¹লির দাওয়োত কইরে আনা হইয়েচে। বাড়ি বিরাট খাওয়োন দাওয়োন হবে। খাওয়ার আগে সবাই এক জাগায় গোল হইয়ে বইসেচে মুরুব্বীর মুকিত্তে এট্টু হজের গল্প শোনবে বিলে। ছোট বৌমা আল্লাদে আটখান হইয়ে পেত্তম কতা উসালেন। কলেন, আব্বা হজে গেলেন, কি দে কি হইলো এট্টু কন আমরা শুনি। মুরুব্বী কলে, হজের গল্প কি আর কবো। তুমরা স¹লি আমারে ঢাকায় বিমানবন্দরে দিয়ে আসলে। স্যানতে হাইতের এক উড়োজাহাজে চড়ালে।  বিমান উড়াল দেলে, ঢাকাত্তে এক্কে চো--- জিদ্দা। এইটুক কতিই ভ্যালা গল্প শুনা, সব উইটে দেলে হাটা। আমাগের সুমাজে ইরাম বহুত লোক আছে তাইগের যত কিছুই হোক খাইসলোত বদলাতে পারে না। মাটিত্তে আসমানে উটলিও তাইগের চোক থাকে মাটিতি, আর সেই পুরোন স্বভাব তারা বদলাতে পারে না। আলাম কনে, মলাম যে !ইতি-অভাগা আক্কেল চাচা০১৭২৮৮৭১০০৩

আরও খবর

🔝