gramerkagoj
বৃহস্পতিবার ● ২ মে ২০২৪ ১৮ বৈশাখ ১৪৩১
gramerkagoj
এবার ৪ দিনেই কোটি! ব্যাচেলর পয়েন্ট টিমের নতুন রেকর্ড
প্রকাশ : শুক্রবার, ১৫ জুলাই , ২০২২, ০২:৪১:১৮ পিএম
বিনোদন ডেস্ক:
1657874522.jpg
জনপ্রিয়তার নতুন সংজ্ঞা রচনা করছে ব্যাচেলর পয়েন্ট টিম। ধারাবাহিক এই নাটকের গ্রহণযোগ্যতা প্রতিনিয়ত বিস্ময়কর হারে বেড়ে চলেছে। গত রোজার ঈদে নাটকটির একটি বিশেষ পর্ব প্রচারিত হয়। সেটার নাম ‘ব্যাচেলরস রমজান’। সেটি মাত্র ৬ দিনে ১ কোটি ভিউয়ার্সের রেকর্ড গড়েছিল। এর আগে কোনো বাংলা নাটক এত কম সময়ে ১ কোটির সীমানা অতিক্রম করতে পারেনি।রোজার ঈদের সেই রেকর্ডও এবার ভেঙে দিল ব্যাচেলর টিম। কোরবানির ঈদ উপলক্ষে নাটকটির বিশেষ পর্ব ‘ব্যাচেলরস কোরবানি’ মাত্র ৪ দিনেই ১ কোটি ভিউ ছাড়িয়ে গেছে। যা রীতিমতো অবিশ্বাস্য!গত ১০ জুলাই ঈদের দিন রাতে ইউটিউবে উন্মুক্ত করা হয় ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’-এর এই বিশেষ পর্ব। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত এর ভিউ ছাড়িয়েছে ১ কোটি সাড়ে ৫ লাখ। সঙ্গে রয়েছে প্রায় সাড়ে ৪ লাখ লাইক।দর্শকের এই অবিশ্বাস্য সাড়া পেয়ে আনন্দে প্রায় বাকরুদ্ধ নির্মাতা কাজল আরেফিন অমি। তিনি বললেন, “অনেকক্ষণ ধরে ভাবছি, কী লিখব, কী লিখব। আসলে কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। মাত্র ৪ দিনে এক কোটি মানুষ আমাদের ‘ব্যাচেলর্স কোরবানি’ দেখেছেন, সকলের প্রতি আমি অনেক কৃতজ্ঞ।”অমি আরও বলেছেন, “এর আগে ‘ব্যাচেলর্স রমজান’ ৬ দিনে এক কোটি ভিউ হয়েছিল, যেটি বাংলাদেশে প্রথম। সেই রেকর্ড ভেঙে ‘ব্যাচেলর্স কোরবানি’ নতুন রেকর্ড করল, আমি সত্যি সত্যিই আবেগে আপ্লুত। আপনাদের এই ভালবাসা আমাকে নতুন করে কাজ করার সাহস দেবে, শক্তি দেবে। আমি কথা দিচ্ছি, আমার কাজের প্রতি প্রচেষ্টা আরো দ্বিগুণ বাড়িয়ে দেব। আপনারা এভাবেই পাশে থাকবেন, ভালোবাসবেন সবসময়।”উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’-এর মূল চরিত্রগুলোতে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, মিশু সাব্বির, চাষী আলম, শিমুল শর্মা-রা। এছাড়াও আছেন মনিরা মিঠু, আব্দুল্লাহ রানা, সানজানা সরকার রিয়া, পারসা ইভানা, সাবিলা নূর প্রমুখ।অমি জানান, এটি তার নির্মিত ২৪তম কাজ, যেটা কোটি ভিউ ছাড়িয়েছে। এবারের ঈদে তার নির্মিত আরেকটি নাটকও রয়েছে জনপ্রিয়তার প্রথম সারিতে। সেটির নাম ‘গুড বাজ’। মাত্র দুইদিনে এই নাটকের ভিউ ছাড়িয়েছে ৬৬ লাখ। ধারণা করা হচ্ছে এটিও এক সপ্তাহের মধ্যেই কোটির ক্লাবে প্রবেশ করবে। 

আরও খবর

🔝