gramerkagoj
শনিবার ● ১১ মে ২০২৪ ২৮ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সীতাকুণ্ডের ডিপোতে বিস্ফোরণ: আরও ২ মরদেহ উদ্ধার
প্রকাশ : মঙ্গলবার, ৭ জুন , ২০২২, ০৪:০৯:৫১ পিএম
চট্টগ্রাম প্রতিনিধি:
1654596610.jpg
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো থেকে আরও দুটি মরদেহের ভস্মীভূত অংশবিশেষ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। এছাড়া বেশ কয়েকজনের হাড়েও উদ্ধার করা হয়েছে। উদ্ধার মরদেহ দুটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।মঙ্গলবার (৭ জুন) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এই দুটি মরদেহের ভস্মীভূত অংশ বিশেষ উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করে ফায়ার কর্মকর্তা আনিসুর রহমান জানান, বিএম ডিপোর ঠিক যেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত, আর যেখানে সবচেয়ে বেশি ধংসযজ্ঞ হয়েছে, ঠিক সেখানে আজ উদ্ধার কাজ চালানো হচ্ছে। এসময় সেখানে দুটি লাশের সন্ধান মেলে। পাশাপাশি আরও বেশ কিছু হাড়, পোড়া মাংস ছড়িয়ে আছে, ধীরে ধীরে সেগুলো বের করা হবে।তিনি আরও জানান, লাশ দুটি অ্যাম্বুলেন্সযোগে চমেকের মর্গে পাঠিয়ে দেয়া হয়। লাশ দুটির মধ্যে একটি ওই ডিপোর নিরাপত্তাকর্মী হতে পারে বলে পোশাক দেখে ধারণা করা হচ্ছে। অন্যটির পাশে ফায়ার সার্ভিসের নিরাপত্তা পোশাক, হেলমেট ইত্যাদি ছিলো। যা দেখে ফায়ার সার্ভিস কর্মী বলে ধারণা করা হচ্ছে। তবে ডিএনএ টেষ্ট করে তাদের পরিচয় নিশ্চিত করা হবে।প্রসঙ্গত, সরকারি হিসেব অনুযায়ী এখন পর্যন্ত সীতাকুণ্ডের বিএম ডিপোর অগ্নিকাণ্ডের ৪১ জন নিহত হওয়ার কথা জানা গেছে। নতুন করে উদ্ধার হওয়া এই দুটি মরদেহসহ মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৩ টি। 

আরও খবর

🔝