gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
২৯৩ অভিবাসীর ইংলিশ চ্যানেল পাড়ি
প্রকাশ : বুধবার, ৪ মে , ২০২২, ১২:০২:০৬ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
1651644145.jpg
বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং ব্যস্ততম শিপিং লেনগুলোর একটি ইংলিশ চ্যানেল। প্রায় ৩০০ অভিবাসী সোমবার ছোট ছোট নৌকায় করে এ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে এসেছেন বলে জানিয়েছে বিবিসি। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২৯৩ জন অভিবাসী ছোট ৯টি নৌকায় করে ব্যাংক হলিডের দিনে ডোভারে এসে পৌঁছেছেন।এর আগে রোববার ২৫৪ জন অভিবাসী আগের দিন ডোভারে এসে পৌঁছান। গত ১১ দিনে তাদের পৌঁছানোর ঘটনাই প্রথম বলে ধারণা করা হয়েছিল।   গত মাসে সরকার একটি পরিকল্পনা প্রকাশ করে। যাতে বলা হয় কিছু আশ্রয়প্রার্থীকে ওয়ানওয়ে টিকিট দিয়ে রুয়ান্ডায় পাঠানো হবে। অনেক অভিবাসী বিশ্বের কিছু দরিদ্র এবং গোলযোগপূর্ণ দেশগুলো থেকে এসেছেন। অনেকে যুক্তরাজ্য কর্তৃপক্ষের হাতে ধরা পড়ার পর আশ্রয় চেয়েছেন।

আরও খবর

🔝