gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
প্রতিবন্ধীদের জন্য নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে
প্রকাশ : রবিবার, ১ মে , ২০২২, ০৯:১৪:৪১ পিএম
নাটোর প্রতিনিধি:
1651418141.jpg
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রতিবন্ধীদের জন্য নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। তারা আর সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া করা এবং তারা যেন আইসিটিতে দক্ষতা অর্জন করতে পারে সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।রোববার (১ মে) বেলা ১১টার দিকে সিংড়া উপজেলা পৌরসভায় ১০০ প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী পলক বলেন, জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য কাজ করছেন। জননেত্রী মায়ের মমতা নিয়ে প্রতিবন্ধী শিশুদের বুকে টেনে নিয়েছেন। প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশের প্রতিবন্ধী সন্তানদের জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন। সারা পৃথিবীতে তাদের ন্যায্য অধিকার, শিক্ষা এবং কর্মসংস্থানের জন্য কাজ করছেন।প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রতিবন্ধী সন্তানরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে এ জন্য প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠাতা করা হয়েছে। এ স্কুল থেকে তারা যেন শিক্ষা গ্রহণ করে সমাজে মাথা উচু করে দাঁড়াতে পারে। সে জন্য প্রধানমন্ত্রী পরিশ্রম করছেন।বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম এম সামিরুল ইসলাম, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস প্রমুখ।এ সময় প্রতিমন্ত্রী ১০০ প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেন।

আরও খবর

🔝