gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বাংলাদেশের অর্জন দেখে চীন আনন্দিত
প্রকাশ : রবিবার, ২৭ মার্চ , ২০২২, ০৭:০৪:৪৬ পিএম
ঢাকা অফিস: :
1648386311.jpg
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ঘনিষ্ঠ প্রতিবেশী ও বন্ধু হিসেবে বাংলাদেশের অর্জন দেখে আনন্দিত চীন।বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বার্ষিকী উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পাঠানো এক চিঠিতে তিনি এ কথা বলেন।রোববার (২৭ মার্চ) ঢাকাস্থ চীনা দূতাবাস এ তথ্য জানায়।চিঠিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের একটি শক্তিশালী গতি বজায় রেখেছে। জনগণের জীবনযাত্রার মানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছে বাংলাদেশ। ঘনিষ্ঠ প্রতিবেশী ও বন্ধু হিসেবে চীন বাংলাদেশের এই অর্জন দেখে আনন্দিত।পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের উদ্দেশে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারত্বকে উন্নীত করে আমাদের দুই দেশের নেতাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়নে আমি কাজ করতে আগ্রহী। 

আরও খবর

🔝