gramerkagoj
বৃহস্পতিবার ● ২ মে ২০২৪ ১৮ বৈশাখ ১৪৩১
gramerkagoj
এক চোখ বাঁচানো গেলেও নষ্ট হয়ে গেছে আরেকটি
প্রকাশ : বুধবার, ১৬ মার্চ , ২০২২, ০৫:০১:৩৭ পিএম
সাতক্ষীরা প্রতিনিধি::
1647428522.jpg
সাতক্ষীরায় পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ানোয় চোখ হারানো শিশু আলিফের চোখের অপারেশন হয়েছে। তার একটি চোখ বাঁচানো গেলেও অপরটি নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন ডাক্তার। এদিকে পুলিশের হাতে আটক মামি ও তার প্রেমিক দেবর সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।দেবর ও ভাবির পরকীয়া সম্পর্ক দেখে ফেলায়, চোখ হারাতে হলো শিশু আলিফকে। একমাত্র শিশুপুত্রের এমন অবস্থায় নিজেকে সামলাতে পারছেন না বাবা।পুলিশ জানায়, সাতক্ষীরার দেবহাটা উপজেলার চরবালিথা গ্রামের শিশু আলিফ ফরহাদের বড় মামি রানী বেগমের সঙ্গে দেবরের অনৈতিক সম্পর্ক চলছিল। তাদের অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলে শিশু আলিফ ফরহাদ। এ কারণে তার দুটি চোখ উপড়ে ফেলে হত্যার চেষ্টা করে নিজের ছোট মামা আশিকুজ্জামান ও বড় মামি রানি। এরপর মারা গেছে ভেবে শিশুটিকে নদীর পাড়ে ফেলে রেখে যায় তারা। পরে সোমবার (১৪ মার্চ) স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করেন। পরে নেওয়া হয় খুলনায়। শিশুটির চোখ বাঁচাতে ঢাকা জাতীয় চক্ষু হাসপাতালে অপারেশন করা হয়েছে। তবে একটি চোখ বাঁচানো গেলেও নষ্ট হয়ে গেছে আরেকটি চোখ।এদিকে অভিযুক্ত রানী বেগম ও তার দেবর আশিকুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ।সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান জানান, আটক দুজন জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

আরও খবর

🔝