gramerkagoj
বৃহস্পতিবার ● ২ মে ২০২৪ ১৮ বৈশাখ ১৪৩১
gramerkagoj
খানসামায় দায়িত্ব নিলেন আঙ্গারপাড়া ও গোয়ালডিহি ইউপির চেয়ারম্যান ও সদস্যরা
প্রকাশ : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি , ২০২২, ০৫:৩০:৫৬ পিএম
এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ::
1643887876.jpg
দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ও গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা ক্রেস্ট,ফুলেল শুভেচ্ছা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দায়িত্বভার গ্রহণ করলেন।বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের পরপর তিন বারের নির্বাচিত চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্ ও নবনির্বাচিত সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রফিকুল ইসলামসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।অপরদিকে গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন ও সদস্যদের বরণ করে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন গোয়ালডিহি ইউপির সাবেক চেয়ারম্যান বাবলুর রহমান, ভাবকি ইউপির চেয়ারম্যান রবিউল আলম তুহিন, খামারপাড়া ইউপির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরী, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল সহ ইউনিয়নের বিশিষ্টজন ও বিএনপির নেতাকর্মীবৃন্দ।পরে দোয়া শেষে স্ব-স্ব ইউনিয়ন পরিষদের সচিব, উদ্যোক্তা, গ্রাম পুলিশ ও জনসাধারন নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সন্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জনপ্রতিনিধিরা প্রথম সভার মাধ্যমে ইউনিয়নের নাগরিক সেবার দায়িত্ব নেন।

আরও খবর

🔝