gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
দাম বেড়েছে জামিননামা রিকল ও নোটিশের

❒ যশোর জেলা আইনজীবী সমিতির বাজেট ঘোষণা

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ জানুয়ারি , ২০২২, ০৯:০০:৩৯ পিএম
কাগজ সংবাদ:
1642690883.jpg
যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। বাজেটে সম্ভাব্য আয় দু’ কোটি ৩০ লাখ ৬০ হাজার ও ব্যয় ধরা হয়েছে এক কোটি ৫০ লাখ ৬৭ হাজার ২০ টাকা। এবারের বাজেটে জামিননামায় ২৫ টাকা, সমন ও রিকলে পাঁচ টাকা করে এবং সদস্য চাঁদা ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আগে আইনজীবী সমিতির জামিননামা ৭৫ টাকায় পাওয়া যেত। আজ থেকে একশ’ টাকা দিয়ে কিনতে হবে। রিকল ও সমনের নোটিশ কিনতে হবে ১০ টাকা করে। ২০২৩ সাল থেকে সদস্যদের মাসিক চাঁদা দিতে হবে একশ’ টাকা। সম্ভাব্য আয় থেকে ব্যয় বাদ দিয়ে বছর শেষে দু’ কোটি ৩০ লাখ ৬০ হাজার টাকা উদ্বৃত্ত থাকবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে।১ নম্বর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শরীফ নূর মোহাম্মাদ আলী রেজা। অন্যান্যের মধ্যে বাজটের উপর বক্তৃতা করেন সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, এম ইদ্রিস আলী, কাজী ফরিদুল ইসলাম, মাহাবুব আলম বাচ্চু, আবু মোর্ত্তজা ছোট, গাজী আব্দুল কাদির, মঈনুল হক খান ময়না, একেএম আকরাম হোসেন, জিএম আবু মুছা, সৈয়দ মোকারম হোসেন, সোহেল শামীম, মোস্তাফিজুর রহমান মুকুল, এমএ গফুর প্রমুখ। সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন। সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র আইনজীবী সিরাজুল ইসলামকে অডিটর মনোনীত করা হয়েছে।

আরও খবর

🔝