gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে টিকাদান কর্মসূচি উদ্বোধন
প্রকাশ : বুধবার, ১২ জানুয়ারি , ২০২২, ০৪:৩৩:১৬ পিএম
প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ::
1641983657.JPG
দিনাজপুরের ফুলবাড়ীতে বুধবার ১২ থেকে ১৮ বছর বয়সী প্রায় ১২ হাজার শিক্ষার্থীরা মাঝে করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধ করা হয়েছে। সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী সরকারি কলেজ সংলগ্ন জেলা পরিষদের ডাকবাংলোয় আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন, পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু প্রমুখ।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। উপজেলার প্রায় ১২ হাজার শিক্ষার্থীকে এ টিকা প্রদান করা হবে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, উপজেলার ৭ টি ইউনিয়নসহ পৌরএলাকার প্রায় ১২ হাজার শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হচ্ছে। প্রতিদিন দুই হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে।#

আরও খবর

🔝