gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ঢাকায় পৌঁছেছে পাকিস্তানের ক্রিকেট দল
প্রকাশ : শনিবার, ১৩ নভেম্বর , ২০২১, ০৫:২৫:১১ পিএম
ক্রীড়া ডেস্ক::
1636802808.jpg
দুবাই থেকে শনিবার সকাল ৮টার দিকে ঢাকায় পা পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। তবে দলের সঙ্গে আসেননি অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ শোয়েব মালিক। তারা ঢাকায় আসতে পারেন মঙ্গলবার। ক্রিকেটার-সাপোর্ট স্টাফ মিলিয়ে ২৭ জনের বহর বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে চলে যায়। সেখানে কোভিড পরীক্ষা শেষে আজকের দিনটিই কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের। সবাই নেগেটিভ হলে রোববার থেকেই শুরু করতে পারবেন অনুশীলন।বিশ্বকাপে এবার শুরু থেকেই দারুণ আলোচিত দল ছিল পাকিস্তান। ভারতকে ১০ উইকেট উড়িয়ে শুরু হয় তাদের সাড়া জাগানো পথচলা। ওয়ানডে ও টি-২০ মিলিয়ে বিশ্বকাপে ১৩ বারের চেষ্টায় চিরপ্রতিদ্বন্দ্বিদের প্রথমবার হারাতে পারে তারা। সেই থেকে টানা পাঁচ জয়ে আসরের একমাত্র অপরাজিত দল হিসেবে ওঠে তারা সেমিফাইনালে। শেষ চারের নাটকীয় লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তারা। বিশ্বকাপের সেই প্রায় পুরো দলটাকেই বাংলাদেশ সফরে রেখেছে পাকিস্তান। বিশ্বকাপ দলের চার রিজার্ভ ক্রিকেটারও আছেন এই সফরে। কেবল অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ এই সিরিজ থেকে বিরতি নিয়েছেন স্বেচ্ছায়। বিশ্বকাপ দলের বাইরে থেকে যুক্ত করা হয়েছে অলরাউন্ডার ইফতিখার আহমেদকে।দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান সবশেষ ঢাকায় আসে ২০১৫ সালে। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান জয় পায় ১-০ ব্যবধানে। ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতে নেয় ৩-০ ব্যবধানে।

আরও খবর

🔝