gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
কাল শ্যামাপূজা
প্রকাশ : বুধবার, ৩ নভেম্বর , ২০২১, ০৮:২৩:১৭ পিএম
কাগজ সংবাদ:
1635949419.jpg
আগামীকাল বৃহস্পতিবার সনাতন ধর্মবিশ্বাসীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামা পূজা। একরাতে পূজা শেষ হলেও যশোরে শ্যামা পূজার বর্ণিল আলোকসজ্জাসহ প্রাণবন্ত উৎসব আমেজ থাকে কয়েকদিন। যদিও এবছর তার ব্যতিক্রম ঘটছে। দুর্গাপূজার সময় বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার কারণে এবারের উৎসব আয়োজন সংক্ষিপ্ত করা হয়েছে। দুর্গাপূজা শেষ হওয়ার পর শুরু হয়ে যায় শ্যামাপূজার প্রস্তুতি। এবারো তার ব্যতিক্রম হয়নি। তবে, বর্ণাঢ্য আয়োজনের বিশেষ বার্তা সমৃদ্ধ মণ্ডপ, প্রতীমা এবং ভিন্ন ভিন্ন তোরণের সমারোহ নেই। কার্তিক মাসের অমাবশ্যা তিথিতে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামার। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়ের মধ্যেই রয়েছে শ্যামা বা কালীপূজার মূল বার্তা। দেবী চরণে শ্রদ্ধা আর পূষ্পাঞ্জলি প্রদানের পাশাপাশি অজ্ঞানতা ও নিরাশার অন্ধকারকে দূরীভূত করতে শনিবার রাতে চতুদর্শী তিথিতে ঘরে ঘরে প্রদীপ প্রজ্বালন করা হয়েছে। শ্যামা পূজার আগে উদযাপন করা হয় দীপাবলি। বুধবার শহরের বিভিন্ন অস্থায়ী মন্ডপ ও মন্দির ঘুরে দেখা গেছে, শ্যামা পূজার প্রস্তুতি চলছে। সবস্থানে চলছে শেষ পর্যায়ের কাজ। দীপাবলি উপলক্ষে আজ বৃহস্পতিবার যশোর সরকারি এমএম কলেজ প্রাঙ্গণে সহস্র প্রদীপের আলোতে উৎসব উদযাপন করবে সনাতন বিদ্যার্থী সংসদ ।    

আরও খবর

🔝