gramerkagoj
শনিবার ● ১১ মে ২০২৪ ২৮ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী জেলা আ.লীগের জেল হত্যা দিবস পালিত
প্রকাশ : বুধবার, ৩ নভেম্বর , ২০২১, ০৬:২৭:০৫ পিএম
রাজশাহী ব্যুরো ::
1635942453.jpg
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হচ্ছে জেল হত্যা দিবস। সকালে মহানগরীর কাদিরগঞ্জে শহীদ কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ব্যক্তিবর্গ।এ সময় রাজশাহী জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ করেন। জেলা আওয়ামী লীগের অলোকার মোড়স্থ অস্থায়ী কার্যালয় থেকে জেল হত্যা দিবসের একটি শোক র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নগরীর কাদিরগঞ্জস্থ জাতীয় চারনেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার মাজারে শ্রদ্ধা নিবেদন করে রাজশাহী জেলা আওয়ামী লীগ।এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের এড. লায়েব উদ্দিন লাভলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদ, রাজশাহী রাজশাহী -৩ আসনের এমপি আয়েন উদ্দিন, বরন্দ্রে বহুমুখী উন্নয়ন র্কতৃপক্ষ চেয়ারম্যান বেগম আখতার জাহান, রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি মো. রবিউল আলম বাবুসহ জেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।এদিকে নগরীর কুমারপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিনটি পালনে সিটি কর্পোরেশনে আলোচনা সভা সহ নানা আয়োজন রয়েছে। সন্ধ্যায় নগরীর ৪০টি স্থানে প্রর্দশিত হবে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের জীবন ও কর্মের উপর প্রামান্য চিত্র।

আরও খবর

🔝