gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বঙ্গবন্ধুর কারণে আমরা বাঙালি বলে পরিচয় দিতে পারি : প্রতিমন্ত্রী স্বপন
প্রকাশ : বুধবার, ১৮ আগস্ট , ২০২১, ০৯:০৭:৩৫ পিএম
কাগজ সংবাদ :
1629299484.JPG
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যে আজ সারাবিশ্বে নিজেদের বাঙালি পরিচয় দিতে পারি আমরা। এক সময় এ জাতি দুইবেলা খেতে পারতো না। গায়ে থাকতো না ভালো জামাকাপড়। ভঙ্গুর ছিল অর্থনীতির অবস্থা। এ অবস্থায় বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামের। যার একটি ডাকে সারা দেশের মানুষ এক হয়ে নিজের জীবন তুচ্ছ করে যুদ্ধে যোগ দিয়ে দেশকে স্বাধীন করেন। বুধবার দুপুর সাড়ে ১২ টায় যশোর মেডিকেল কলেজে শোক দিবস উদযাপন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এসব কথা বলেন। এ সময় মেডিকেল কলেজ শিক্ষক সমিতির পক্ষ থেকে মন্ত্রীর কাছে ছাত্রী হোস্টেল সম্প্রসারণ,মেডিকেল কলেজকে হাসপাতালে রূপান্তর ও ডাক্তারদের যাতায়াতের জন্যে একটি গাড়ির আবেদন জানানো হয়। মন্ত্রী এ সময় তাদের সকল চাহিদা পূরণের আশ্বাস দেন।সহযোগী অধ্যাপক ডাক্তার রবিউল আলমের সঞ্চালনায় শোক দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মহিদুর রহমান, অর্থোসার্জারি বিভাগের অধ্যাপক গোলাম ফারুক,হাসপাতালের তত্ত্বাবধায়ক আখতারুজ্জামান,সিভিল সার্জন শেখ আবু শাহীন,মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি এএইচএম আব্দুর রউফ, সাধারণ সম্পাদক অজয় কুমার সরকার, সহযোগী অধ্যাপক এনকে আলম, সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, ফয়সাল কাদির শাওন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক এমবিএম সাইফুল আলম ও শরিফুল আলম খান, সহকারী অধ্যাপক নাজমুল হক, আমিনুর রহমান ও আহাদ আলী মহলদার, প্রভাষক নাজমুস সাদিক ও আশিকুজ্জামান। 

আরও খবর

🔝