gramerkagoj
বৃহস্পতিবার ● ২ মে ২০২৪ ১৮ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বঙ্গমাতার আদর্শ বাস্তবায়ন করতে হবে : এমপি রণজিৎ
প্রকাশ : রবিবার, ৮ আগস্ট , ২০২১, ০৭:০৮:৩১ পিএম
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর):
1628433597.jpg
যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায় বলেছেন, বঙ্গবন্ধুর সব লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যে প্রেরণাদাত্রী ছিলেন ফজিলাতুন্নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর গোটা রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তাঁর প্রতিটি কাজে প্রেরণার উৎস হয়ে ছিলেন। তিনি বলেন, শোকের মাসে শোককে শক্তিতে রূপান্তরিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বাস্তবায়ন করতে হবে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের আদর্শ। যশোরের বাঘারপাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী, জেলা সাবেক সদস্য অধ্যক্ষ আজগর আলী, উপজেলার সাবেক যুগ্ম সম্পাদক অরুন অধিকারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, পৌর আহবায়ক ও পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, শচীন্দ্র নাথ বিশ্বাস, মুন্সি বাহার উদ্দিন, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম, বাবলু সাহা, গোলাম ছরোয়ার, নিখিল আঢ্য, আব্দুর রাজ্জাক রাজা, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন বাবলু, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, সাবেক যুবলীগ নেতা শরিফুল ইসলাম, কৃষকলীগ নেতা মহম্মদ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রেহমান জেমাম বাবু, উপজেলা যুব মহিলালীগের সভাপতি সালমা খাতুন, সাধারণ সম্পাদক রনি ভৌমিক, পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম, মহিলা কাউন্সিলর তাসলিমা খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ন আহবায়ক রজিবুল ইসলাম ও টিপু সুলতান প্রমুখ।

আরও খবর

🔝