gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
গাজায় আবারো ইসরায়েলের বিমান হামলা
প্রকাশ : শনিবার, ৭ আগস্ট , ২০২১, ০৫:৩৫:৩৮ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
1628337877.jpg
ফিলিস্তিনী এলাকা থেকে আগ্নেয় বেলুন ছুড়া হয়েছে দাবি করে গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে আবারো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী এ খবর নিশ্চিত করেছে। খবর দ্য গার্ডিয়ান অনলাইনের।তবে এ হামলায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানায়, বিশেষ করে, গাজায় হামাসের সামরিক অবস্থান ও রকেট নিক্ষেপের জায়গা লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে ইসরায়েল।এ নিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস। এর আগে গত মে মাসে যুদ্ধবিরতীর মাধ্যমে ১১ দিনের রক্তক্ষয়ী ইসরায়েল-হামাস যুদ্ধের সমাপ্তি হয়।ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, দিনভর গাজা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে আগ্নেয় বেলুন ছুড়া হয়েছে, যা ইসরায়েলের মাঠে আগুন লেগে যায়।ফিলিস্তিনিরা বলছেন, গত মে মাসের যুদ্ধের পর গাজার ওপর যেসব সীমাবদ্ধতা আরোপ করেছিল ইসরায়েল, তা সরিয়ে নিতে চাপ প্রয়োগ করতেই এ আগ্নেয় বেলুন নিক্ষেপ করা হয়েছে। ইসরাইল বলছে, আগ্নেয় বেলুনের কারণে গাজার নিকটবর্তী এশকল এলাকায় চার দফা আগুন লাগে।

আরও খবর

🔝