gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
প্রতিপক্ষের শক্তি-দুর্বলতার খোঁজে বাংলাদেশ
প্রকাশ : সোমবার, ৩১ মে , ২০২১, ০৭:১৩:৩৪ পিএম
ক্রীড়া ডেস্ক::
1622466865.jpg
দুই দিন অনুশীলনের পর রিকভারি সেশন কাটিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হোটেলে সুইমিং ও জিম সেশন হয়েছে। সেই সঙ্গে চলছে আফগানিস্তানের প্রস্তুতি ম্যাচ দেখে তাদের শক্তি-দুর্বলতা বের করার চেষ্টা।২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের সূচি অনুযায়ী কাতারে আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ।আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরেই বাছাই শুরু করেছিল বাংলাদেশ। এবার তাদের বিপক্ষে ভালো ফল পাওয়ার আশা দলের। মিডফিল্ডার সোহেল রানা জানালেন, ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলা আফগানিস্তানের প্রস্তুতি ম্যাচ দেখে প্রতিপক্ষ সম্পর্কে ধারণা নিচ্ছেন তারা।আমরা আপাতত আফগানিস্তান ম্যাচে দৃষ্টি দিচ্ছি। সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছেন কোচ। আফগানিস্তান দল সম্পর্কে কিছু ধারণা আমরা পেয়েছি। ওরা কিছু ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে, ওই ম্যাচগুলো দেখে ওদের শক্তি-দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করছি। আশা করি, ওদের বিপক্ষে ভালো একটা ম্যাচ খেলে ইতিবাচক ফল নিয়ে আসতে পারব আমরা।আজকে আমাদের জিমে এবং সুইমিংপুলে সেশন হয়েছে, মাঠে অনুশীলন ছিল না। আমার মনে হয় এটা আমাদের রিকভারির জন্য ভালো হবে। সামনে আমাদের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করব।বাছাইয়ের ‘ই’ গ্রুপে এক পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হার দলের। একমাত্র পয়েন্ট বাংলাদেশ পেয়েছিল কলকাতার সল্ট লেকে ভারতের বিপক্ষে ১-১ ড্র করে।

আরও খবর

🔝