gramerkagoj
শুক্রবার ● ১০ মে ২০২৪ ২৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
করোনা সংক্রমণ বৃদ্ধিতে ঝিনাইদহে আতংক

❒ হাসপাতালে ভর্তি ২৩

প্রকাশ : বুধবার, ২৬ মে , ২০২১, ০৮:১৯:২৯ পিএম
রাজিব হাসান, ঝিনাইদহ:
1622038817.jpg
ঝিনাইদহে দিন দিন করোনা সংক্রমণ বাড়তে থাকায় মানুষের মধ্যে দেখা দিয়েছে আতংক। জেলার বেশির ভাগ মানুষ স্বাস্থ্যবিধি না মেনে চলাচল ও মাস্ক না পরার কারণে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। তবে মহেশপুর উপজেলার সীমান্তে অনুপ্রবেশের ঘটনায় এলাকার মানুষ ভারতীয় ভেরিয়েন্ট নিয়েও শংকার ভিতরে দিন পার করছেন। এ পর্যন্ত বিজিবির হাতে ভারত থেকে দেশে অনুপ্রবেশের ঘটনায় তিন দফায় সীমান্ত থেকে ৩৮ জনকে আটক হয়েছে। তাদের মধ্যে তিন জন করোনা পজিটিভ হওয়ায় তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বর্তমানে বৈধ পাসপোর্টধারী ও অবৈধসহ ১১ ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এদিকে স্বাস্থ্যবিভাগের তথ্যমতে, গেল ২৪ ঘন্টায় নতুন করে ৩ জন আক্রান্তসহ মোট ২ হাজার ৮৮৪ জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৮৭ জন ও মৃত্যু হয়েছে ৫৫ জনের। সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানিয়েছেন, ঝিনাইদহ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে। লিকুইড অক্সিজেনও রয়েছে। সে কারণে করোনা মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে।

আরও খবর

🔝