gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পুকুরে বিষ দিয়ে মাছ ধ্বংস
প্রকাশ : বুধবার, ২৬ মে , ২০২১, ০৭:৪০:৫৮ পিএম
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
1622036497.jpg
কালীগঞ্জে পুকুরে বিষ দিয়ে প্রতিপক্ষ লক্ষাধিক টাকার মাছ বিনষ্ট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোরে কালীগঞ্জে উপজেলার বাবরা গ্রামে মৎসচাষী ওসমান বিশ্বাসের পুকুরে ওই মাছ বিনষ্টের ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুরে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী ওসমান বিশ্বাসের স্ত্রী সন্দেহজনক ৫ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযোগকারী উপজেলা বাবরা গ্রামের হাজেরা বেগম জানান, বলিদাপাড়া গ্রামের নাসিম বিশ্বাসের বাবরা গ্রামের মসজিদ সংলগ্ন ৪ বিঘার একটি পুকুর লীজ নিয়ে তার স্বামী মাছ চাষ করছেন। বুধবার সকাল ৬ টার ওই পুকুরে মাছ মরে ভাসতে দেখে মসজিদের ইমাম রকিব হোসেন তাদেরকে খবর দেন। এ সময় তারা পুকুরে গিয়ে দেখেন তাদের পুকুরে বিষ দেয়া হয়েছে। এতে লক্ষাধিক টাকার মাছ মরে  গেছে। ওসমানের স্ত্রী আরো জানান, গ্রামের দলাদলিতে একটি মামলায় তার স্বামী বর্তমানে জেলে রয়েছেন। এ সুযোগে তাদের প্রতিপক্ষ একই গ্রামের বিল্লাল, জিহাদ, জামির, আশরাফুল ও হাসান নামে ৫ যুবক ওই পুকুরে বিষ দিতে পারে। কারণ ঘটনার আগের দিন রাতে ওই যুবকদের তারা পুকুরের আশেপাশে ঘোরাফেরা করতে দেখেছেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান।

আরও খবর

🔝