gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
রোজিনা ইসলামের জামিন শুনানি শেষ, আদেশ হয়নি
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ মে , ২০২১, ০৩:৩১:১৫ পিএম
কাগজ ডেস্ক ::
1621503257.jpg
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন  শুনানি হয়েছে।  বৃহস্পতিবার (২০ মে) দুপুরে ঢাকা মহানগর হাকিম বাকো বিল্লাহর ভার্চুয়াল আদালত রোজিনার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়। আদেশ কিছুক্ষণ পরে দেওয়া হবে বলে আদালত সূত্রে জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে নথি চুরির অভিযোগে তার বিরুদ্ধে ১৯২৩ সালের অফিশিয়াল সিক্রেটস আইনে মামলাটি দায়ের করা হয়।এর আগে সোমবার (১৭ মে) রাতে শাহবাগ থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার (১৮ মে) রোজিনাকে আদালতে নেওয়া হয়েছিল। ওইদিন পুলিশের রিমান্ড আবেদন নাকচ করে দিয়ে এবং রোজিনার জামিন আবেদন অনিষ্পন্ন রেখে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। একইসঙ্গে জামিন আবেদনের বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়। 

আরও খবর

🔝