gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত নারীর মৃত্যু
প্রকাশ : বুধবার, ৩১ মার্চ , ২০২১, ০৩:৪০:৩১ পিএম
চুয়াডাঙ্গা প্রতিনিধি::
1617185120.jpg
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আনোয়ারা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। ৩১ মার্চ জেলা সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে,  গত ২৩ মার্চ দুপুরে আনোয়ারা বেগম জ্বর, ঠান্ডা ও কাশি নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের হলুদ জোনে ভর্তি হন। করোনা পরীক্ষার জন্য তার নমুনা নেওয়া হয় ২৭ মার্চ সকালে। পরের দিন তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, অনেক দিন পর জেলায় করোনা আক্রান্ত নারীর মৃত্যু হলো। স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন হবে। করোনা প্রতিরোধের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে। সরকারি নিয়মনীতি মেনে চলতে হবে।এদিকে চুয়াডাঙ্গার সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। যার কারণে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে বিসিকের আয়োজনে চলছে মেলা। মেলায় সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো হলেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭১১ জনে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ জন। 

আরও খবর

🔝