gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে যশোরে দু’দিনব্যাপী উৎসব
প্রকাশ : রবিবার, ১৪ মার্চ , ২০২১, ০৯:১৫:০৮ পিএম
কাগজ সংবাদ :
1615735013.jpg
হিন্দু সংস্কারক ও আধ্যাত্মিক মানবতাবাদী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৬ তম জন্মতিথি উপলক্ষে অ সোমবার থেকে যশোরে শুরু হচ্ছে দু’দিনের অনুষ্ঠানমালা। তাঁর জন্মতিথি উপলক্ষে যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোরে মঙ্গলারতির পর বেদমন্ত্র পাঠ ও প্রার্থনা, বিশেষ পূজা, হোম ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে উৎসব শুরু হবে।যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ জানান, অন্যান্য বছরের মতো এবারো ভোর ৫টায় মঙ্গলারতি, বৈদিক স্ত্রোত্র পাঠ ও প্রার্থনার মধ্যে দিয়ে জন্মতিথি উৎসবের কর্মসূচি শুরু হবে। সকাল আটটায় বিশেষ পূজা, হোম, ভজন সংগীত, ধর্মগ্রন্থপাঠ ও পুষ্পাঞ্জলি প্রদান রয়েছে। উৎসবের প্রথম দিন দুপুর এক টায় অন্ন প্রসাদ বিতরণ করা হবে।প্রথম দিনের আয়োজনে সোমবার দুপুর দুটোয় রামায়ণ গান অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে চারটায় শিশুদের নৃত্যানুষ্ঠান শেষে ‘শ্রী রামকৃষ্ণের জীবন ও আদর্শ’ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া, উৎসবের শেষ দিন মঙ্গলবার বিকেল চারটায় শিশুদের বিচিত্রানুষ্ঠান শেষে ‘শ্রীমা সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের শিক্ষা ও আদর্শ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে অংশ নিতে মিশনের অধ্যক্ষ জ্ঞানপ্রকাশানন্দ সপরিবারে সকলকে আহ্বান জানিয়েছেন। আলোচনা শেষে প্রতিদিন সন্ধ্যার পর অনুষ্ঠিত হবে ভক্তিগীতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।  

আরও খবর

🔝