gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
উত্তেজনার পারদ ঠাসা ম্যাচে দুই নম্বর ওয়ার্ডের জয়

❒ উপশহর ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশ : শুক্রবার, ১২ মার্চ , ২০২১, ০৮:০৪:১৫ পিএম
ক্রীড়া সংবাদ:
1615557902.jpg
যশোর উপশহর ইউনিয়ন পরিষদের আয়োজনে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ দিনের দ্বিতীয় ম্যাচটি ছিল উত্তেজনার পারদে ঠাসা। উপশহর কেন্দ্রীয় উদ্যানে এদিন ছিল ক্রীড়া পিপাসু নর-নারীর মিলন মেলা। এসব কিছুকে ছাপিয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে সক্ষম হয়েছে দুই নম্বর ওয়ার্ড। তাদের কাছে ৩২ রানে পরাজিত হয়েছে চার নম্বর ওয়ার্ড। একইস্থানে দিনের প্রথম খেলায় এক নম্বর ওয়ার্ডকে হারিয়ে ‘বি’ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন দল হিসেবে পরবর্তী রাউন্ডে খেলার ছাড়পত্র পেয়েছে নয় নম্বর ওয়ার্ড। তাদের কাছে দুই উইকেটের পরাজয় বরণ করে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে এক নম্বর ওয়ার্ড। শুক্রবার দিনের প্রথম খেলায় টস জিতে ব্যাটিংয়ে নামে এক নম্বর ওয়ার্ড। তারা ১৫.৩ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ৯০ রানের ইনিংস গড়ে। পরে ব্যাটিংয়ে নেমে নয় নম্বর ওয়ার্ড ১৮.৩ ওভারে আট উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। এ জয়ের ফলে তারা গ্রুপ পর্যায়ে অপরাজিত থেকে পরবর্তী রাউন্ডের টিকিট সংগ্রহ করে নেয়। এক নম্বর ওয়ার্ডের ব্যাটিং ইনিংসে জুবায়ের ১১, রাতুল ১০ ও রিফাত ৩৪ রান করেন। অতিরিক্ত হতে আসে ২৬ রান। বল হাতে নয় নম্বর ওয়ার্ডের হয়ে সাব্বির তিনটি, হৃদয় ও রায়হান দু’টি করে এবং একটি উইকেট নেন বিল্লাল। নয় নম্বর ওয়ার্ডের ব্যাটিং ইনিংসে শুভ ১২ ও সোহান ২৫ রান করেন। অতিরিক্ত হতে আসে ২৪ রান। বল হাতে এক নম্বর ওয়ার্ডের পক্ষে রাতুন, সানি, ফারহান দু’টি করে এবং একটি করে উইকেট দখল করেন নায়েম ও জুবায়ের। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নয় নম্বর ওয়ার্ডের সাব্বির। দিনের দ্বিতীয় খেলায় দুই দলের জন্য ছিল অস্থিত্বের লড়াই। পাশাপাশি এ ম্যাচে দু’টি দলের জন্য ছিল অনেকাংশে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য এগিয়ে থাকার লড়াই। এমন সমীকরণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে দুই নম্বর ওয়ার্ড। তারা নির্ধারিত ১৯ ওভারে আট উইকেট হারিয়ে ১১৩ রানের দলীয় ইনিংস গড়ে। পরে জবাব দিতে নেমে চার নম্বর ওয়ার্ডের ইনিংস গুটিয়ে যায় ১৬.৫ ওভারে ৮১ রানে। দুই নম্বর ওয়ার্ডের হয়ে ব্যাট হাতে ওশান ১২, দিপু ১৯ ও জনি ১৬ রান করেন। অতিরিক্ত হতে তারা আদায় করে নেয় ২১ রান। বল হাতে চার নম্বর ওয়ার্ডের পক্ষে আরমান, জনি ও পিয়াল নেন দু’টি করে উইকেট। এছাড়া একটি উইকেট দখল করেন নয়ন। চার নম্বর ওয়ার্ডের ব্যাটিং ইনিংসে আরমান ৩৩ ও পিয়াল ১৫ রান করেন। অতিরিক্ত হতে তারা সংগ্রহ করে ২১ রান। বল হাতে দুই নম্বর ওয়ার্ডের পক্ষে শাওন পাঁচটি, মনা দু’টি এবং অপু দখল করেন একটি উইকেট। ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন দুই নম্বর ওয়ার্ডের শাওন।      

আরও খবর

🔝