gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
রাজবাড়ীতে ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম আমিন মণ্ডল
প্রকাশ : শনিবার, ২৭ ফেব্রুয়ারি , ২০২১, ০৪:০৮:৫০ পিএম
রাজবাড়ী প্রতিনিধি::
1614420570.jpg
রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।২৭ ফেব্রুয়ারি সকাল সোয়া ১০টার দিকে প্রতিযোগিতা শেষে শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে প্রথম ১০ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।এর আগে সকাল ৯টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার আলীপুর ইউপির আলাদীপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসাবে ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মো. সায়েফ, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসি আক্তার বন্যা প্রমুখ।জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতায় রাজবাড়ী সদর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের আয়োজন ও রাজবাড়ী জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় সদরের আলাদীপুর উচ্চ বিদ্যালয় থেকে ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়।প্রতিযোগিতায় মো. আমিন মণ্ডল (১ম), মো. তাসিন খান (২য়), মো. জেসান সরদার (৩য়), রেদোয়ান শাহরিয়ার (৪র্থ), মহিরউল্লাহ স্বাধীন (৫ম), ইউনুস ব্যাপারী (৬ষ্ঠ), উজ্জল ঢালি (৭ম), মাহমুদ হাসান (৮ম), মো. রাব্বি ম-ল (৯ম) ও ইমন (১০ম) স্থান অধিকার করে।

আরও খবর

🔝