gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বিকাশের টাকা চুরির দুই বছর পর ধরা পড়ল প্রতারক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি , ২০২১, ০৪:১৪:৩৪ পিএম
রাজশাহী ব্যুরো ::
1614248099.jpg
বিকাশ থেকে টাকা চুরি করে নেয়ার দুই বছরেরও বেশি সময় পর এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।রাজবাড়ীর বালিয়াকান্দি থানার সহায়তায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার ব্যক্তির নাম সেলিম মিয়া (২৬)। বালিয়াকান্দির পশ্চিম মৌকুড়ি মহারাজপুর গ্রামে তার বাড়ি। বাবার নাম ইদ্রিস মিয়া। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ২০১৮ সালের ১০ অক্টোবর দুপুরে সালাহ উদ্দীন বিশাস নামে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার এক ব্যক্তির মোবাইলে একটি কল আসে। ফোন করা ব্যক্তি নিজেকে বিকাশের কর্মকর্তা পরিচয় দেন। এরপর কৌশলে পিন নম্বর নিয়ে তার বিকাশ থেকে ৩২ হাজার ৬৩ টাকা চুরি করে নেয়। এ নিয়ে সেদিন রাজপাড়া থানায় একটি মামলা হয়।মামলার প্রেক্ষিতে রাজপাড়া থানা পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে প্রতারকের অবস্থান নিশ্চিত হয়। এরপর বুধবার সেলিম মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে আনা হয়। বৃহস্পতিবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান আরএমপির মুখপাত্র।

আরও খবর

🔝