gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
দুঃসংবাদ পেল ইংল্যান্ড
প্রকাশ : মঙ্গলবার, ৫ জানুয়ারি , ২০২১, ০৬:০৫:৩৮ পিএম
ক্রীড়া ডেস্ক::
1609848368.jpg
টেস্ট সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকায় রয়েছে শ্রীলঙ্কা। এদিকে ইংল্যান্ড দল উপস্থিত হয়েছে শ্রীলঙ্কায়। মূলত কোয়ারেন্টাইন বিষয়ক ঝামেলা থাকায় আগেভাগেই শ্রীলঙ্কায় চলে গিয়েছে ইংলিশরা। রোববার হাম্বানটোটা বিমানবন্দরে অবতরণ করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। সেখানে করা হয় করোনা টেস্ট। যার ফল পাওয়া গেছে সোমবার। সেখানে সবাই নেগেটিভ আসলেও, অলরাউন্ডার মঈন আলির নমুনায় পাওয়া গেছে করোনাভাইরাসের উপস্থিতি।এখন আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে মঈনকে। যার ফলে আগামী ১৪ জানুয়ারি গলে হতে যাওয়া প্রথম টেস্ট থেকে প্রায় ছিটকে গেছেন তিনি। পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকসকেও থাকতে হবে ৭ দিনের সেলফ আইসোলেশনে। কেননা তিনি মঈনের কাছাকাছি সংস্পর্শে গিয়েছিলেন।করোনা লকডাউন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর এবারই প্রথম করোনা পজিটিভ হলেন ইংল্যান্ডের কোনো ক্রিকেটার। এসময়ের মাঝে প্রায় ১০ হাজার পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। যদিও দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে প্রাথমিকভাবে দুজনকে পাওয়া গিয়েছিল করোনা পজিটিভ। পরে সেগুলো ভুয়া ফলাফল হিসেবে প্রমাণিত হয়।

আরও খবর

🔝