gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশ : সোমবার, ৪ জানুয়ারি , ২০২১, ০১:৪৫:৪৫ পিএম
কাগজ সংবাদ:
1609746381.jpg
নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে উদযাপিত হয়েছে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে বকুল তলায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পার্ঘ্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এবং যশোর জেলা ছাত্রলীগের ব্যানারে এসব কর্মসূচি পালিত হয়।সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যবিপ্রবি ছাত্রলীগ সকাল সাড়ে ১০টায় র‌্যালিসহকারে বঙ্গবন্ধুর ম্যুরালে আসে। সেখানে সংগঠনের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন নেতাকর্মীরা। এর নেতৃত্ব দেন যবিপ্রবির শহীদ মশিয়ূর রহমান হলের সভাপতি বিপ্লব দে শান্ত।বেলা ১১টায় যশোর জেলা ছাত্রলীগের ব্যানারে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পার্ঘ্য অর্পণ করা হয়। এর নেতৃত্ব দেন সরকারি এমএম কলেজ ছাত্রলীগের সহসভাপতি ইমরান হোসেন। দু’টো কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যবিপ্রবি ছাত্রলীগের শেখ হাসিনা হলের সভাপতি শিলা আক্তার, ইংরেজি বিভাগের সভাপতি রুহুল কুদ্দুস রোহিত, তথ্য ও গবেষণা হলের সভাপতি আল মামুন সুমন সিমন, পদার্থ বিজ্ঞান বিভাগের যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন, এমএম কলেজ ছাত্রলীগের নেতা জাকির হোসেন লিমন, মফিজুর রহমান স্বাধীন, সিরাজুল ইসলাম শাকিল এবং নাজমুল শেখ সৈয়দ আহমেদ।পরে উভয় সংগঠনের যৌথ উদ্যোগে প্রেসক্লাব যশোর মিলনায়তনে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। শেষে ইমরান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ভার্চ্যুয়ালি যোগদান করে প্রধান অতিথির বক্তৃতা করেন। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা, ভাইস চেয়ারম্যান ও যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোনের বিপুল, যশোর জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিন্টু, জেলা যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, শহর আওয়ামী লীগ নেতা লুৎফুল কবির বিজু এবং যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে আওয়ামী লীগ নেতা সুখেন মজুমদার।

আরও খবর

🔝