gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
এক দফা দাবিতে বিএনপির কালো পতাকা মিছিল
প্রকাশ : শুক্রবার, ২৬ জানুয়ারি , ২০২৪, ০৪:২৬:০০ পিএম
মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ প্রতিনিধি:
GK_2024-01-26_65b388ebd09ea.jpg

নিত্যপণ্যের চড়া দাম, কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং ‘অবৈধ সংসদ বাতিল’সহ এক দফা দাবিতে কালো পতাকা মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটায় সুনামগঞ্জ জেলা শহরের পুরাতন বাস স্টেশন এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে ডাচবাংলা ব্যাংকের সামনে এসে পৌঁছার পরপরই পুলিশের বাঁধার মুখে পড়েন। এরপর সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম'র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড. মাসুক আলম ও নাদির আহমেদ।
এসময় বিভিন্ন উপজেলা ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তারা বলেন ,
বিগত ৭ জানুয়ারিতে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই অবৈধ সরকারের প্রহসনমূলক এবং জনগণের সাথে তামাশার নির্বাচন বাতিল করে অবিলম্বে তত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। একইসাথে বেগম খালেদা জিয়ার মুক্তি সহ সকল নেতাকর্মীদের মুক্তি এবং তারেক জিয়ার উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
বক্তারা বলেন, অবৈধ সরকারে থাকা শেখ হাসিনার নেতৃত্বে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনকে সারা বিশ্বের গণতান্ত্রিক রাস্ট্রগুলো প্রত্যাক্ষান করেছে।

আরও খবর

🔝