gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পাটুরিয়ায় ফেরিডুবি : উদ্ধারকাজে যোগ দিল রুস্তম
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি , ২০২৪, ০২:৫৯:০০ পিএম
মানিকগঞ্জ সংবাদদাতা:
GK_2024-01-18_65a8ddac264f0.jpg

মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা থেকে যানবাহন উদ্ধারে যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে ঘটনাস্থলে আসে রুস্তম। এরপরই উদ্ধার অভিযান শুরু করে।
সরেজমিনে ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম ফেরির সঙ্গে ডুবে যাওয়া যানবাহনগুলো উদ্ধারে প্রস্তুতি শুরু করেছে। ফলে ৫ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘন কুয়াশায় বৃহস্পতিবার রাত দেড়টা থেকে সকাল পৌনে ৮টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। তবে, কুয়াশা কেটে যাওয়ার পরে দ্রুত যানবাহনগুলো পার করা হয়েছে।
এর আগে, উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে রাত ৮টা পর্যন্ত দুটি ট্রাক উদ্ধার করা হয়।
নৌপরিবহন মন্ত্রণালয় জানায়, ইউটিলিটি ফেরি ‘রজনীগন্ধা’ মঙ্গলবার রাত ১টার দিকে দৌলতদিয়া থেকে সাতটি ছোট ট্রাক এবং দুটি বড় ট্রাক নিয়ে পাটুরিয়ার উদ্দেশে রওনা হয়। কিন্তু পাটুরিয়ার কাছাকাছি গিয়ে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া ৫ নং ঘাটের পন্টুনের অদূরে পদ্মা নদীতে নোঙর করে। সকাল ৮টার দিকে ফেরিটি ডুবে যায়।

আরও খবর

🔝