gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন
প্রকাশ : শনিবার, ১৬ ডিসেম্বর , ২০২৩, ০৪:২৩:০০ পিএম
গোপালগঞ্জ প্রতিনিধি:
GK_2023-12-16_657d645c23412.jpg

মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়েছে।
প্রথম প্রহরে টুঙ্গিপাড়ায় রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
এরপর পুলিশ সুপার আল-বেলী অফিফা, জেলা ও উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি গবেষণা ইনস্টিটিউট, জেলা পরিষদ, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং ৩০ লাখ শহীদদের আত্মার শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু কমনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়া ভোর সাড়ে ৬টায় দেওয়া হয় তোপধ্বনি। এরপর শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ।
পরে কামাল ক্রিকেট স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম প্রধান অতিথি হিসাবে এ কুচকাওয়াজের উদ্বোধন করেন। এ কুচকাওয়াজে জেলার বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে।

আরও খবর

🔝