gramerkagoj
শুক্রবার ● ১০ মে ২০২৪ ২৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বরিশালে ডেঙ্গুতে এক বৃদ্ধের মৃত্যু, শনাক্ত ২৩৬
প্রকাশ : রবিবার, ৫ নভেম্বর , ২০২৩, ০৪:৩৭:০০ পিএম
বরিশাল সংবাদদাতা:
GK_2023-11-05_65476bc4a2305.jpg

বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বজলুল করিম (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩৬ জন।
রোববার (৫ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এতথ্য নিশ্চিত করেন।
মৃত বজলুল করিম বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ নভেম্বর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৪ নভেম্বর) মারা যান।
ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৩ হাজার ৭৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩২ হাজার ৯৫৯ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫৭ জনের। এরমধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১২১ জন, ভোলা সদর হাসপাতালে ১০, বরগুনা সদর হাসপাতালে পাঁচ, পিরোজপুর সদর হাসপাতালে ১২, পটুয়াখালীর দুই হাসপাতালে আট ও ঝালকাঠি হাসপাতালে একজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ৭৯, পটুয়াখালীতে ৩৫, পিরোজপুরে ৬৬, ভোলায় ১৫, বরগুনায় ৩৩ ও ঝালকাঠিতে আটজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। শনিবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৫৩ জন।

আরও খবর

🔝