gramerkagoj
শুক্রবার ● ১০ মে ২০২৪ ২৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পাঁচবিবিতে সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী
প্রকাশ : শনিবার, ৪ নভেম্বর , ২০২৩, ০৪:১২:০০ পিএম
দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
GK_2023-11-04_6546126cc2f56.jpg

জয়পুরহাটের পাঁচবিবিতে ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত। উপজেলা সমবায় বিভাগ, পাঁচবিবি, জয়পুরহাটের আয়োজনে আজ শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আরিফা সুলতানা। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনা (ভূমি) মারুফ আফজাল। বক্তব্য রাখেন পাঁচবিবি ডিগ্রী কলেজের (অবঃ) অধ্যক্ষ ও বালিঘাটা (পাঁচবিবি) বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা সমবায় ফোরামের সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব প্রমুখ। স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান। সভার পূর্বে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্ত¡র প্রদক্ষিণ করে। সভা শেষে সমবায়ের বিভিন্ন পর্যায়ে অবদান রাখায় সমিতির সভাপতি, সম্পাদককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এই দিবসে উপজেলার বিভিন্ন সমবায় সমিতি অংশগ্রহণ করে।

আরও খবর

🔝